মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭

২০০১ থেকে ২০১৬ পর্যন্ত বিগত ব্যাংক নিয়োগ পরীক্ষায় আসা শব্দার্থ


সাম্প্রতিক প্রশ্ন


১। বইমেলা শুরু হয় কবে থেকে?
ক) ১৯৫৫ 
খ) ১৯৬৭
গ) ১৯৭২
ঘ) ১৯৭৭
উঃ ১৯৭২
ব্যাখাঃ ১৯৫৫ সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠা হবার ১০ বছর পর ১৯৬৫ সালে কথাসাহিত্যিক জয়েনউদ্দিন খান সর্বপ্রথম শিশুদের বইয়ের মেলার প্রচলন করেন। পরবর্তিতে ১৯৭২ সালকে ইউনেস্কো গ্রন্থবর্ষ ঘোষণা করলে বাংলাদেশে ওই সালে বইমেলা শুরু হয়।
২। পৃথিবীর সবচেয়ে বড় বই মেলা কোথায় হয়?
ক) বাংলাদেশে
খ) কলকাতায়
গ) ইংল্যান্ডে
ঘ) জার্মানিতে
উঃ জার্মানিতে
ব্যাখাঃ বিশ্বের বড় বইমেলা অনুষ্ঠিত হয় জার্মানির ফ্রাঙ্কফোর্টে। প্রায় ৫০০ বছর আগে এটি শুরু হয়। ২য় বৃহত্তম মেলা হয় লন্ডনে আর তৃতীয় বৃহত্তম মেলা কলকাতায়।
৩। ঠেঙ্গারচর কোথায় অবস্থিত?
ক) টেকনাফ
খ) নোয়াখালি
গ) চট্টগ্রাম
ঘ) ভোলা
উঃ নোয়াখালি
ব্যাখাঃ নোয়াখালির হাতিয়া উপজেলা হতে নদীপথে ২০ কি. মি. মেঘনার বুকে জেগে ওঠা চর ঠেঙ্গারচর। এটির আয়তন প্রায় ১০ হাজার একর। সম্প্রতি সরকার এই চরের ৫০০ একর জায়গায় রোহিঙ্গাদের পুর্নবাসনের সিদ্ধান্ত নিয়েছে।
৪। ৮৯ তম অস্কারে বিদেশি ভাষার শ্রেষ্ঠ সিনেমা কোনটি?
ক) মুনলাইট
খ) ব্রেইবম্যান
গ) সেলসম্যান
ঘ) হোয়াইটম্যান
উঃ সেলসম্যান
ব্যাখাঃ ৮৯ তম অস্কারে বিদেশি ভাষায় শ্রেষ্ঠ সিনেমা হয়েছে ইরানের চলচ্চিত্র সেলসম্যান।
৫। চলচ্চিত্রকার তারেক মাসুদ মারা যান কবে?
ক) ২০১০
খ) ২০১১
গ) ২০০৯
ঘ) ২০১২
উঃ ২০১১
ব্যাখাঃ ২০১১ সালের ১৩ আগষ্ট মানিকগঞ্জের ঘিওরে ঢাকা-আরিচা মহাসড়কে এক বাসের ঢাক্কায় তারেক মাসুদ ও মিশুক মুনীর সহ পাচজন নিহত। সম্প্রতি ওই বাসের বাস চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড দেওয়া হয়েছে
৬। বগুড়ায় স্থাপিত খাদ্যগুদামের ধারণ ক্ষমতা কত?
ক) ১২০ মে.টন
খ) ১৫০ মে.টন
গ) ২২০ মে. টন
ঘ) ২৫০ মে. টন
উঃ ২৫০ মে. টন
ব্যাখাঃ বগুড়ার সান্তাহারে সৌরবিদ্যুৎ চালিত বহুতল বড় খাদ্যগুদাম বা সাইলো উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর ধারণ ক্ষমতা ২৫০ মেট্ট্রিক টন।
৭। সম্প্রতি বাংলাদেশ কোন দেশকে স্বীকৃতি দিতে যাচ্ছে?
ক) লেসেথো
খ) কসোভো
গ) ইসরাইল
ঘ) চেচনিয়া
উঃ কসোভো
ব্যাখাঃ ইউরোপের মুসলিম দেশ কসোভো ২০০৮ সালে সার্বিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে। এই পযর্ন্ত ১১৩ টি দেশ স্বীকৃতি দিয়েছে। ওয়াইসির ৩৬ টি দেশ এই পর্যন্ত স্বীকৃতি দিয়েছে।
৮।একুশে পদক দেওয়া হয় কত সাল থেকে?
ক) ১৯৭৪
খ) ১৯৭৩
গ) ১৯৭৫
ঘ) ১৯৭৬
উঃ ১৯৭৬
ব্যাখাঃ ১৯৭৬ সালে প্রথম একুশে পদক চালু হয়। সেই বছর কাজী নজরুল ইসলাম সহ ৭ জনকে একুশে পদক দেওয়া হয়েছিল।