বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র

  •  
  • একাত্তরের যীশু:নাসির উদ্দিন ইউসুফ
     
  • নদীর নাম মধুমতি:তানভীর মোকাম্মেল
     
  • হুলিয়া:তানভীর মোকাম্মেল
     
  • প্রত্যাবর্তন:মোস্তফা কামাল
     
  • পতাকা:এনায়েত কামাল
     
  • আগামী:মোরশেদুল ইসলাম
     
  • দুরন্ত:খান আখতার হোসেন
     
  • একজন মুক্তিযোদ্ধা:দিলদার হোসেন
     
  • নীলদংশন:সুমন আহাম্মেদ
     
  • বখাটে:হাসিবুল ইসলাম হাবিব
     
  • ভুলবো না:হারুনুর রশীদ
         

Idioms & Phrases



# Out and Out: পুরোপুরি


# Rainy Day: দুর্দিন


# Red Handed: হাতে নাতে ধরা


# Rank and file: সাধারণ স্তরের জনগণ


# Put up with: সহ্য করা


# Smell a rat: সন্দেহ করা


# Point Blank: সরাসরি


# Throw cold water: নিরুৎসাহিত করা।


# up and donig: তৎপর হওয়া


# Word for Word: হুবুহু।


# Through thick and thin: সুখে দুঃখে একসাথে থাকা

খেলাধুলা


1. ক্রিকেট খেলা শুরু হয় কবে ?
উ: ত্রয়োদশ শতাব্দীতে


2. কবে থেকে বিশ্বকাপ ক্রিকেট শুরু হয় ?
উ: 1975 সালে


3. আইসিসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উ: দুবাই, সংযুক্ত আরব আমিরাত


4. আইসিসি ওয়ার্ল্ডকাপ কোয়ালিফাই ট্রফির পুর্বনাম কি?
উ: আইসিসি ট্রফি


5. ওয়ানডে ক্রিকেটের প্রস্তাবক কোন সংস্থা ?
উ: মেরিলিবোন ক্রিকেট ক্লাব(এমসিসি)

বাংলাদেশ টেলিভিশন সম্পর্কিত কিছু তথ্য


১) বাংলাদেশ টেলিভিশনের উপকেন্দ্র কয়টি?
উঃ ১৪ টি।


২) বাংলাদেশ টেলিভিশনের প্রথম নাটক কোনটি?
উঃ একতলা দোতলা, ফ্রেব্রুয়ারী, ১৯৬৫।


৩) বাংলাদেশ টেলিভিশনের প্রথম সংগীত শিল্পী কে?
উঃ ফেরদৌসী রহমান।


৪) বাংলাদেশ টেলিভিশনের প্রথম অনুষ্ঠান কি?
উঃ ৫০ মিনিটের একটি ইংরেজি সিনেমা।


৫) বাংলাদেশ টেলিভিশনের প্রথম বাংলা সংবাদ পাঠক কে?
উঃ হুমায়ুন চৌধুরী।


৬) বাংলাদেশ টেলিভিশনের প্রথম ইংরেজি সংবাদ পাঠক কে?
উঃ আলম রশীদ।


৭) বাংলাদেশ টেলিভিশনের প্রথম অনুষ্ঠান পরিচালক কে?
উঃ কলিম শরাফী।


৮) বাংলাদেশ টেলিভিশনের প্রথম টিভি সিরিয়ালের নাম কি?
উঃ ত্রিরত্ন, ১৯৬৬।

IDIOMS


* Against The Clock: Rushed and short on time.
* An Axe To Grind: To have a dispute with someone.
* Chow Down: To eat.
* Cup Of Joe: A cup of coffee.
* Cry Wolf: Intentionally raise a false alarm.
* Drink like a fish: To drink very heavily.
* Cock and Bull Story: An unbelievable tale.
* Foam at the Mouth: To be enraged and show it.
* Funny Farm: A mental institutional facility.
* In The Bag: To have something secured.
* Go For Broke: To gamble everything you have.
* Keep your chin up: To remain joyful in a tough situation.
* Haste Makes Waste: Quickly doing things results in a poor ending.

প্রবাদের ইংরেজী অনুবাদ


অন্ধকারে ঢিল মারা
To beat about the bush.

আলালের ঘরের দুলাল।
The spoilt child of a rich parents.

এক মাঘে শীত যায় না।
One shallow does not make a summer.

কুকুরের পেটে ঘি সয় না।
Habit is the second nature.

খাল কেটে কুমির আনা।
To bring a calamity by one's own imprudence.

সাধারণ জ্ঞান



* রিখটার স্কেল এর প্রবর্তকঃ চার্লস ফ্রান্সিস রিখটার
 

* সড়ক দূর্ঘটনায় বিশ্বে শীর্ষ দেশঃ নেপাল (বাংলাদেশ দ্বিতীয়)
 

 * 2011 সালে শুক্র গ্রহে ওজোন স্তরের সন্ধান পায়ঃ ভেনাস এক্সপ্রেস ক্রাফট
 

* মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মূল লেখকঃ টমাস জেফারসন।
 

* চীনের প্রথম মহাশূন্য ল্যাব মডিউল এর নামঃ তিয়ান জং-১
 

* ইয়েমেনের সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিলঃ চেঞ্জ স্কয়ার।
 

* আইসল্যান্ড এর জাতীয় কবির নামঃ হ্যালডর লাক্সনেস।
 

* মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী হিসাবে নোবেল পানঃ তাওয়াক্কুল কারমান
 

* বাংলাদেশের যে জেলায় পাট বেশি উৎপন্ন হয় : রংপুর।
 

* বাংলাদেশের প্রথম নৌবাহিনীর রণতরী : বিএনএস পদ্মা।
 

* বাংলাদেশের একমাত্র মুসলমান উপজাতি : পাঙন।
 

* বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন : মেজর জেমস রেনেল।
 

* ঢাকায় গ্যাস সরবরাহ করা হয় কোন গ্যাস ক্ষেত্র থেকে? উঃ তিতাস
 

* মাস্টার্ড গ্যাস নামক বিষাক্ত গ্যাসটি ব্যবহৃত হয়েছিলঃ প্রথম বিশ্বযুদ্ধে

বিজ্ঞান



* স্বর্ণের খাদ বের করতে ব্যবহৃত হয়ঃ নাইট্রিক এসিড


* অধাতু হওয়া সত্বেও যে মৌলটি বিজারকঃ হাইড্রোজেন


* প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌলঃ ইউরেনিয়াম


* এভিকালচার মানেঃ পাখি পালন বিদ্যা


* অগ্নি নির্বাপক খনিজ পদার্থঃ এসবেসটস


* ব্রোমিনের বর্ণ লাল, ক্লোরিনের সবুজাভ হলুদ


* সর্বপ্রথম বেতার যন্ত্র আবিষ্কার করেনঃ মার্কনি


* ডিজিটাল ঘড়িতে যে অনুজ্জ্বল লেখা ফুটে উঠে তাঃ সিলিকন চিপ


* বাণিজ্যিক ভিত্তিতে টেলিভিশন চালু হয়ঃ 1940 সালে


* টেলিভিশন হতে যে ক্ষতিকর রশ্মি বের হয়ঃ গামা রশ্মি

বাংলাদেশ




* বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরঃ নাজনীন সুলতানা


* তাহমিমা আনামের দ্বিতীয় উপন্যাসঃ দ্যা গুড মুসলিম


* দেশের প্রথম ভূ-গর্ভস্থ জাদুঘর অবস্থিতঃ সোহরাওয়ার্দী উদ্যানে


* বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত নতুন জাতের চাঃ BT-18


* বর্তমানে জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনঃ ৫০ টি


* বাংলাদেশে EVM মেশিন এর উদ্ভাবকঃ অধ্যাপক এস এম লুৎফুল কবির


* বর্তমানে বাংলাদেশে মাথাপিছু বয়ষ্ক ভাতার পরিমাণঃ ৩০০ টাকা


* দেশে প্রথম মোবাইল ব্যাংকিং চালু করেঃ ডাচ বাংলা ব্যাংক


* বিশ্বে সবচেয়ে কার্যকর সৌরকোষ আবিষ্কারকঃ ড. জামালউদ্দিন।


* সংস্থাপন মন্ত্রণালয়ের পরিবর্তিত নামঃ জনপ্রশাসন মন্ত্রণালয়।


* দেশে গভীর সমুদ্র বন্দর স্থাপিত হবেঃ কক্সবাজারের সোনাদিয়ায়।

বাংলাদেশ



* দেশের প্রথম ভাসমান জলবিদ্যুৎ ইউনিট অবস্থিতঃ কাপ্তাই-এ


* গ্যাস সরবরাহে প্রথম প্রিপেইড মিটার চালু করেঃ তিতাস


* দেশের ৩য় সমুদ্র বন্দর স্থাপিত হবেঃ পটুয়াখালির কলাপাড়ায়


* দেশে বর্তমানে স্থল বন্দরের সংখ্যাঃ ১৮ টি


* জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ বর্তমানে বিশ্বেঃ ৮ম


* ইউনিসেফ প্রকাশিত তালিকা আনুযায়ী ঢাকা বিশ্বে ৯ম মেগাসিটি


* বাংলাদেশ টেলিভিশনের বর্তমান মহাপরিচালকঃ ম. হামিদ


* দেশের প্রথম পাখির অভয়ারণ্যঃ শেখ রাসেল এভিয়ারি, রাঙ্গুনিয়া


* বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী ডেপুটি গভর্নরঃ নাজনীন সুলতানা

বাংলা সাহিত্যের প্রথম



• প্রথম মুসলিম বাংলা গদ্য লেখক - শামসুদ্দিন মুহম্মদ সিদ্দিকী


• প্রথম মুসলিম বাংলা গদ্য লেখিকা- বিবি তাহেরন নেছা


• বাংলা দৈনিকের প্রথম মহিলা সাংবাদিক-লায়লা সামাদ


• ঢাকার প্রথম বাংলা ছাপাখানা "বাংলা প্রেস" প্রতিষ্ঠাতা- সুন্দর মিত্র


• প্রথম বঙ্গীয় সাহিত্য সম্মেলন হয়- কাশিম বাজার


• বাংলা কুরআন শরীফের প্রথম অনুবাদক- ভাই গিরিশচন্দ্র সেন।


• বাংলাভাষায় প্রথম সনেট রচয়িতা - মাইকেল মধুসূদন দত্ত


• বাংলা সাহিত্যের প্রথম মুসলমান নাট্যকার- মীর মোশাররফ হোসেন

গুরুত্বপূর্ণ সব সাম্প্রতিক প্রশ্নোত্তর ...

* ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে নির্মিত প্রামাণ্য চিত্রঃ
"টু ক্যাচ এ ডলারঃ মুহাম্মদ ইউনুস ব্যাংকস অন অ্যামেরিকা"


* এই প্রামাণ্য চিত্রের পরিচালকঃ গেইল ফেরারো (মার্কিন যুক্তরাষ্ট্র)


* বাংলাদেশের প্রথম কমিউনিটি বেতারঃ রেডিও পদ্মা (FM 99.2)


* "সবার জন্য স্যানিটেশন" কোন বছর? উঃ 2013


* ক্রিকেট বাদের সেঞ্চুরী বলতে বুঝাতে পারেঃ হাইব্রিড ক্ষিরা


* রিখটার স্কেল এর প্রবর্তকঃ চার্লস ফ্রান্সিস রিখটার


* সড়ক দূর্ঘটনায় বিশ্বে শীর্ষ দেশঃ নেপাল (বাংলাদেশ দ্বিতীয়)


* "ইভ'স ডায়েরি" গ্রন্থের লেখকঃ মার্ক টোরেন


* 2011 সালে শুক্র গ্রহে ওজোন স্তরের সন্ধান পায়ঃ ভেনাস এক্সপ্রেস ক্রাফট


* মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মূল লেখকঃ টমাস জেফারসন।


* চীনের প্রথম মহাশূন্য ল্যাব মডিউল এর নামঃ তিয়ান জং-১


* ইয়েমেনের সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিলঃ চেঞ্জ স্কয়ার।


* আইসল্যান্ড এর জাতীয় কবির নামঃ হ্যালডর লাক্সনেস।


* মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী হিসাবে নোবেল পানঃ তাওয়াক্কুল কারমান (ইয়েমেন)
# "আলোকিত মানুষ" তৈরির কর্মসূচী- বিশ্ব সাহিত্য কেন্দ্রের।

# 'ডেমোক্রেসি ওয়াচ'- বাংলাদেশ ভিত্তিক বেসরকারি জরিপ পরিচালনাকারী সংস্থা।

# বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC)- সাভার, ঢাকা।

# পোর্ট সৈয়দ, সুয়েজ, আলেকজান্দ্রিয়া বন্দরসমূহের অবস্থান- মিশর।

# ভার্সাই (Versailles)- উত্তর ফ্রান্সের একটি শহর । ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর এ স্থানেই জার্মানি ও মিত্র বাহিনীর মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় যা ভার্সাই চুক্তি নামে পরিচিত।

# দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে- যশোর।

# বাংলার প্রথম স্বাধীন সুলতান- ফখরুদ্দিন মোবারক শাহ ।

# অষ্কার পুরষ্কার মোট যতগুলো ক্যাটাগরীতে- ২৪টি।

বাংলা



# "অপণা মাংসেঁ হরিণা বৈরী" পঙতিটির রচিয়তাঃ ভুসুকুপা


# চর্যাপদের অন্য নামঃ চর্যাগীতিকোষ / দোহাকোষ


# ধর্মপূজার শাস্ত্রগ্রন্থ "শূণ্যপুরাণ" এর রচিয়তাঃ রামাই পন্ডিত


# মুকুন্দরাম চক্রবর্তীকে কবিকম্কন উপাধি দেনঃ জমিদার রঘুনাথ রায়


# ভারতচন্দ্র রায়কে গুণাকর উপাধি দেনঃ নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র


# "সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই" রচিয়তাঃ চন্ডীদাস


# আলাওল রচিত পদ্মাবতী যে কাব্যের অনুবাদঃ পাদুমাবৎ (মো. জায়সি)


# 'লেনিন থেকে গর্বাচেভ', 'বার্লিন থেকে মস্কো' লিখেছেনঃ নির্মল সেন


# হুমায়ূন আহমেদের প্রথম প্রকাশিত উপন্যাসঃ নন্দিত নরকে (১৯৭৩)


# "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে" পঙতিটির রচিয়তাঃ ভারতচন্দ্র রায়

সাধারণ জ্ঞান


# রাশিয়ার কোন অংশে চেচনিয়া অবস্থিত?

 উঃ ককেশাস
# গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত?

 উঃ প্রশান্ত মহাসগরে
# 'মজলিস' কোন দেশের পার্লামেন্টের নাম?

 উঃ ইরান
# দাদাভাই কার ছদ্মনাম?

 উঃ রোকনুজ্জামান খান
# "গেরিলা অফ টাইম" বইটি কার জীবনের স্মৃতিকথা?

 উঃ ফিদেল কাস্ত্রো
# স্বৈরাচার প্রতিরোধ দিবস কবে?

 উঃ ১৪ ফেব্রুয়ারি
# ENA কোন দেশের সংবাদ সংস্থা?

 উঃ বাংলাদেশ
# "শহীদ স্মরণে" কবিতাটি কার রচিত? 

উঃ মোঃ মুনিরুজ্জামান
# "পার্ল স্কোয়ার" কোথায় অবস্থিত? 

উঃ মানামা
# অষ্কার পুরষ্কার মোট কতটি ক্যাটাগরীতে দেওয়া হয়?

 উঃ ২৪
# ঝরণার শহর বলা হয় কোন নগর কে?

 উঃ তাসখন্দ
# ইন্ডিয়া হাউজ কোথায় অবস্থিত? 

উঃ লন্ডন
# পেট্রোনাস টাওয়ার কোথায় অবস্থিত?

 উঃ মালয়েশিয়া
# ফকল্যান্ড যুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেনঃ 

উঃমার্গারেট থ্যাচার

বিজ্ঞান



# পানির আপেক্ষিক তাপ কত? 

উঃ 4.2 জুল/কেজি-কেলভিন

# শূন্য মাধ্যমে তাপ সঞ্চালিত হয় কিভাবে? 

 উঃ বিকিরণের মাধ্যমে

# কোন তরলের মধ্য দিয়ে তাপের বিকিরণ ঘটে? 

উঃ কার্বন ডাই সালফাইড

# আকাশ মেঘলা থাকলে শিশির পড়েনা কেন? 

উঃ মেঘ তাপরোধী

# প্রট্রোল ইঞ্জিন প্রথম সফলভাবে চালু করে কে?

 উঃ ড. অটো।

# ফ্রেয়ন এর রাসায়নিক নাম কি?

 উঃ ডাইক্লোরো ডাইফ্লোরো মিথেন

# কোন ডিভাইস আবিষ্কারের মধ্য দিয়ে ইলেকট্রনিক্সে বিপ্লব শুরু হয়? 

 উঃবিজ্ঞান ট্রানজিস্টর

# ট্রানজিস্টারে ব্যবহৃত সেমিকনডাক্টারের নাম কি?

 উঃ সিলিকন

# প্রথম মিনি কম্পিউটারঃ

 উঃ পিডিপি-১ (জনকঃ কেনেথ এইচ ওলসেন)

# IC চিপ দিয়ে তৈরী প্রথম ডিজিটাল কম্পিউটারের নাম কি?

 উঃ Intel 4004

বাংলা



1. চর্যাপদ কোন ছন্দে লিখা? উঃ মাত্রাবৃত্ত


2. কবিওয়ালা অশায়েরের উদ্ভব ১৮ শতকের শেষ ও ১৯ শতকের প্রথম


3. কবি গানের প্রথম কবি কে? উঃ গোঁজলা পুট


4. কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথঃ কৃষ্ণ চন্দ্র মজুমদার


5. সঠিক চরণঃ ধন ধান্যে পুষ্পে ভরা


6. অশুদ্ধ বানানঃ উর্দ্ধ


7. গৃহী বিপরীত শব্দঃ সন্ন্যাসী


8. Excise Duty-র পরিভাষাঃ আবগারি শুল্ক


9. শুদ্ধ বাক্যঃ তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়


10. 'তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল' : মিশ্র


11. অগ্নির সমার্থক নয়ঃ প্রজ্জলিত


12. সঠিক বানানঃ নিশীথিনী


13. কোলন ঃ


14. কল্লোল কত সালে প্রথম প্রকাশিত হয়? ১৯২৩


15. সুকান্ত ভট্টাচার্য রচিতঃ হরতাল


16. ঢাকের কাঠিঃ মোসাহেব


17. বিষবৃক্ষ উপন্যাসের চরিত্রঃ কুন্দন্নদিনী


18. শুদ্ধ বানানঃ পিপীলিকা


19. গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ করেনঃ ড. বি. ইয়েটস


20. Origin and development of Bengali language: ড. সুনীতি কুমার

বিজ্ঞান


  1. 1. কোনটি এন্টিবায়োটিক? উঃ পেনিসিলিন
    2. জন্ডিসে আক্রান্ত হয়ঃ যকৃত
    3. কোনটি বিদ্যুৎ পরিবাহী নয়? উঃ রাবার
    4. কোনটি নবায়ন যোগ্য শক্তির উৎস? উঃ সূর্যে রশ্মি
    5. ইন্টারনেট চালু হয়ঃ 1969 সালে
    6. MKS পদ্ধতিতে ভরের এককঃ কেজি
    7. কোনটিকে চুম্বকে পরিণত করা যায়? উঃ ইস্পাত
    8. আলটিমিটার কি? উঃ উচ্চতা পরিমাপক যন্ত্র
    9. কোনটি মৌলিক পদার্থ? উঃ লোহা
    10. কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরল? উঃ পারদ
    11. স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান কি? উঃ ক্রোমিয়াম
    12. সর্বাপেক্ষা হালকা গ্যাসঃ হাইড্রোজেন
    13. ভারী পানির রাসায়নিক সংকেতঃ D2O
    14. লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয়ঃ দস্তা
    15. সংকত ধাতু পিতলের উপাদানঃ তামা ও দস্তা
    16. কোনটি সিমেন্ট তৈরীর অন্যতম কাঁচামাল? উঃ জিপসাম
    17. বিগব্যাং তত্বের প্রবক্তাঃ জি. ল্যামেটার
    18. মহাজাগতিক রশ্মির আবিষ্কারকঃ হেস
    19. ইউরি গ্যাগরিন মহাশূন্যে যানঃ 1961 সালে
    20. গ্রিনিচ মান মন্দির অবস্থিতঃ যুক্তরাজ্যে

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩


গুরুত্বপূর্ণ সব সাম্প্রতিক প্রশ্নোত্তর ...


১. সম্প্রতি দেশের ৬২৯তম থানা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কোন থানা?
ক. পাবনার আমিনপুর থানা
খ. বরিশালের কাজীরহাট থানা
গ. খুলনার আড়ংঘাটা থানা
ঘ. খুলনার হরিনহাট থানা

২. দেশের সবচেয়ে বড় উড়ালসড়ক ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় কত তারিখে?
ক. ৮ অক্টোবর২০১৩ খ. ৯অক্টোবর২০১৩
গ. ১০ অক্টোবর২০১৩ ঘ. ১১অক্টোবর২০১৩

৩. বিসিবির প্রথম নির্বাচিত সভাপতির নাম কী?
ক. সাবের হোসেন চৌধুরী খ. এ কে আজাদ
গ. নাজমুল হাসান পাপন ঘ. মনজুরুল হক

৪. বরগুনা-২ আসনের উপনির্বাচনে বিজয়ী হন কে?
ক.মনিরুল ইসলাম
খ. শওকত হাসানুর রহমান রিমন
গ. সরোয়ার খান দিপু
ঘ. আবুল হাসনাত

৫. বাংলাদেশে বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মজিলার প্রথম নারী প্রতিনিধি (মজিলা রেপস) নির্বাচিত হয়েছেন কে?
ক. তানহা ইসলাম খ. তানজিলা ইসলাম
গ. সুবা ইসলাম ঘ. মারিয়া হক

৬. পর্তুগালের রাজধানী শহর লিসবেনের সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনার পদে নির্বাচিত হন কোন বাংলাদেশেী?
ক. আকমল হোসেন খ. রানা তাসলিম
গ.দিদারুল আলম ঘ. বদরুল আলম

৭. মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৩ এর সেরা হয়েছে কে?
ক.সজিব খ.রাতুল
গ. মালিহা ঘ. টুটুল

৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘প্রেরণা ৭১’ কেথায় অবস্থিত?
ক. চুয়াডাঙ্গায় খ. খুলনায়
গ. যশোর ঘ. মেহেরপুর

৯. সম্প্রতি‘গণমানুষের কবি’ হিসাবে পরিচিত কবি দিলওয়ার খান কত তারিখে মারা যান?
ক. ৬ অক্টোবর২০১৩ খ. ৮ অক্টোবর২০১৩
গ. ১০ অক্টোবর২০১৩ ঘ. ১৬ অক্টোবর২০১৩

১০. দেশের ১০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডে ই-সেবা কার্যক্রম শুরু হয়।
ক. ১০ অক্টোবর২০১৩ খ. ৬ অক্টোবর২০১৩
গ. ৭ অক্টোবর২০১৩ ঘ. ৮ অক্টোবর২০১৩

১১. বৈশ্বিক ক্ষুধা সূচকে (জিএইচআই) বাংলাদেশর অবস্থান কত?
ক. ৫৫ তম খ. ৫৬তম
গ. ৫৭ তম ঘ. ৫৮তম

১২. সিঙ্গাপুরের ইনিস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ (আএসএএস) এর প্রিন্সিপাল রিসার্চ ফেলো পদে নিযুক্ত হন কে?
ক. এ জেড এ নাসিরউদ্দিন খ. এম হাফিজউদ্দিন খান
গ. ড. ইফতেখার চৌধুরী ঘ.ড. আমিন উদ্দীন চৌধুরী

১৩. বর্তমানে দাসত্বের সূচকে বাংলাদেশর অবস্থান কত?
ক. ১০ম খ.১১তম
গ. ২০তম ঘ.২২তম

১৪. মিস ওয়ার্ল্ড ২০১৩ শিরোপা জিতে নিয়েছেন কে?
ক.অলিভিয়া কালপো
খ. মেগান ইয়ং
গ. তেরেসা ফাজকসোভা ঘ.ক্যারোলিনা অগরি

১৫. ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবি আই) ইতিহাসে প্রথম-বারের মতো নারী চেয়ারপারসন হন কে?
ক.ড. সুনিতা ভট্টাচার্য খ.ড. ইলা মিত্র
গ. অরুন্ধতী ভট্টাচার্য ঘ.

১৬. কমনওয়েলথে যোগদানের ৪৮ বছর পর সংগঠনটি ছেড়ে দিল কোন দেশ?
ক. গাম্বিয়া খ.নাউরু
গ. মালাবি ঘ.মাল্টা

১৭. ২০১৩ সালের ম্যানবুকার পুরস্কার পান কে?
ক.জুলিয়ান বাননেস, ব্রিটেন
খ.এলিস মুনরো, কানাডা
গ. ইলিনর ক্যাট্টন, নিউজিল্যান্ড
ঘ.পিটার হিগস, যুক্তরাষ্ট্র

১৮. ২০১৩ সালে ইউরোপীয় পার্লামেন্টের মর্যাদাসম্পন্ন শাখারভ মানবাধিকার পুরস্কার পান কে?
ক.অংসান সূচী খ. ফজলে হাসান আবেদ
গ. রায়ন রালিস ঘ. মালালা ইউসুফজাই

১৯. ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছে কে?
ক.CIRDAP খ.CHOGM
গ. OPCW ঘ.UNFCCC

২০. সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন কে?
ক. এলিস মুনরো
খ. জুলিয়ান বাননেস
গ. তাওয়াক্কুল কারমান
ঘ. ডেরেক ওয়ালকট

২১. ২০১৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান কে কে?
ক. রায়ান রেনল্ডস খ.স্কারলেট জোহানসন
গ. ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস ও বেলজিয়ামের ফ্রাঁসোয়া ইংলার্ট ঘ. ক ও খ

২২. নারী-পুরুষ সমতার তালিকায় শীর্ষে আছে কোন দেশ?
ক. আইসল্যান্ড খ.ফিনল্যান্ড
গ. স্ক্যানডেনাভিয়া ঘ.নরওয়ে

২৩. নারী-পুরুষ সমতার তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
ক.৬৫তম খ.৭৫ তম
গ.৮০তম ঘ. ৮৫তম

২৪. সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টের ‘হাউস অব কমন্স’-এ সম্মাননা পান কে?
ক.কারিনা কাপুর খ. বিদ্যাবালান
গ.ক্যাটরিনা কাইফ ঘ.শ্রীদেবী

২৫. প্রখ্যাত সাংবাদিক, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজে সাবেক সভাপতি গিয়াস কামাল চৌধুরী কত তারিখে মারা যান
ক.২১অক্টোবর ২০১৩ খ.২২অক্টোবর ২০১৩
গ.২৬অক্টোবর ২০১৩ ঘ.২৮অক্টোবর ২০১৩

২৬. ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৩ পান কে কে?
ক.নায়ক রাজ্জাক এবং রেজানুর রহমান খ.কাজী হয়াত এবং মাফুজ আনম
গ. চাষী নজরুল এবং মুন্নী সাহা
ঘ.শাবানা এবং জয়ই মামুন

২৭. সম্প্রতি দেশের প্রথম মুদ্রা জাদুঘর কোথায় চালু হয়?
ক.সিলেট খ. রাজশাহী
গ.কুমিল্লা ঘ. ঢাকা

২৮. সম্প্রতি কোথায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয়?
ক. পাবনা খ. গাজীপুর
গ. খুলনা ঘ. মুন্সীগঞ্জ

২৯. সম্প্রতি ভূমিকম্পে পাকিস্তানে জেগে উঠা নতুন দ্বীপের নাম কি?
ক.জিহুরা খ. জালজালা কোহ
গ. মারহাযা ঘ. জিলানি শাহ

৩০. ১৮ অক্টোবর ২০১৩ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ থেকে নাম প্রত্যাহার করে কোন দেশ?
ক. কাজাখস্তান খ. সিরিয়া
গ. লেবানন ঘ. সৌদি অরব

৩১. ১০ অক্টোবর ২০১৩ আসিয়ানের (অঝঊঅঘ) সভাপতির দায়িত্ব পায় কোন দেশ?
ক. মায়ানমার খ. মালয়েশিয়া
গ. ভিয়েতনাম ঘ. পাকিস্তান

৩২. সম্প্রতি ’ফিল্ম সাউথ এশিয়া ২০১৩’ জুরি পুরস্কার পায় কোন চলচ্চিত্র?
ক. মাটির ময়না খ. চোরাবালি
গ. টেলিভিশন ঘ. শুনতে কি পাও

৩৩. ১৩ অক্টোবর ২০১৩ বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন কে?
ক. রুবেল হোসেন
খ. সাকিব আল হাসান
গ. সোহাগ গাজী
ঘ. নাজমুল হোসেন

৩৪. ২০১৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কে?
ক. ইগুইন এফ ফেমা খ.রবার্ট জে শিলার
গ. লার্স পিটার হ্যানসেন ঘ.সবাই

৩৫. ২৩তম আসিয়ানের সভাপতির সম্মলেন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. মায়ানমার খ. ব্রুনাই
গ. ভিয়েতনাম ঘ. পাকিস্তান

▬▬▬▬۩۞۩▬▬▬▬

উত্তর : ১.ক ২.ঘ ৩.গ ৪.খ ৫.ক ৬.খ ৭.গ ৮.ক ৯.গ ১০.খ ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.গ ২০.ক ২১.গ ২২.গ ২৩.খ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.খ ৩০.ঘ ৩১.ক ৩২.খ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.খ

গুরুত্বপূর্ণ সব সাম্প্রতিক প্রশ্নোত্তর

1.মুসলিম এইড” কোন দেশ ভিত্তিক দাতা সংস্থা?
- ব্রিটেন

(২) এলিফেন্ট পয়েন্ট কোথায় অবস্থিত?
- কক্সবাজার

(৩) বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?
-সিতাকুন্ডে

(৪) “The Ugly Asian” বইটি কে লিখেছেন?
- সৈয়দ ওয়ালীউল্লাহ

(৫) বাংলাদেশের সংবিধান অনুযায়ী মন্ত্রীদের বয়স নূন্যতম কত হতে হবে?
- ২৫

(৬) বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?
- গ্রান্ড খাল

(৭) বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কোনটি?
-মেঘনাদ বধ

(৮) সবচেয়ে বেশি আর্থ মেটাল উৎপাদন করে কোন দেশ?
- চীন

(৯) বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গ্রন্থঃ
- কথোপকথন

(১০) হুলিয়া কার পরিচালিত চলচ্চিত্র?
- তানভীর মোকাম্মেল


প্রশ্ন: সম্প্রতি ফিলিপাইনে আঘাত হানা ঘূর্ণিঝড়ের নাম কি?
উত্তর: সুপার টাইফুন ‘হাইয়ান’

প্রশ্ন: সম্প্রতি কমনওয়েলথ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় কোন দেশ কে?
উত্তর: মালদ্বীপ

প্রশ্ন: মালদ্বীপের নতুন নির্বাচিত প্রেসিডেন্টের নাম কি?
উত্তর: আবদুল্লাহ ইয়ামিন।

প্রশ্ন: পরবর্তী কমনওয়েলথ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: দক্ষিণ ইউরোপের দেশ মাল্টা।

প্রশ্ন: কমনওয়েলথের বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তর: কমলেশ শর্মা

প্রশ্ন: কমনওয়েলথের চেয়ারম্যানের দায়িত্বে কোন দেশ?
উত্তর: শ্রীলঙ্কার

প্রশ্ন: হামাসের প্রথম নারী মুখপাত্রের নাম কি?
উত্তর: ইসরা আল মোদাল্লাল

প্রশ্ন: টানা তৃতীয়বারের মতো বিশ্বসেরা পুরুষ অ্যাথলেট নির্বাচিত হয়েছেন কে?
উত্তর: জ্যামাইকার গতিমানব উসাইন বোল্ট।

প্রশ্ন: চলতি বছরের মিস এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড খেতাব জিতে নিয়েছেন কে?
উত্তর: ভারত সুন্দরী সৃষ্টি রানা

প্রশ্ন: মিস ইউনিভার্স ২০১৩-এর মুকুট পরেন কে?
উত্তর: ভেনিজুয়েলা সুন্দরী গ্যাব্রিয়েলা ইসলার।

প্রশ্ন: বর্তমান বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর শিখ কে?
উত্তর: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

প্রশ্ন: প্রথম ইউটিউব বর্ষসেরা শিল্পীর খেতাব জিতেছেন কে?
উত্তর: মার্কিন র‌্যাপ গায়ক এমিনেম

প্রশ্ন: চীন প্রথমবারের মতো রাডার ফাঁকি দিতে সক্ষম যে ড্রোনের পরীক্ষামূলক উড্ডন সম্পন্ন করে তার নাম কি?
উত্তর: ‘স্টিলথ’ কমব্যাট

প্রশ্ন: সম্প্রতি ইউরোপিয়ন ইউনিয়নের শাখারভ হিউম্যান রাইটস পুরস্কার পেয়েছেন কে?
উত্তর: মালালা ইউসুফজাই

প্রশ্ন: মালদ্বীপের নতুন পররাষ্ট্রমন্ত্রীর নাম কি?
উত্তর: দুনিয়া মামুন

প্রশ্ন: ভারতের সম্মানজনক ইন্ধিরা গান্ধী শান্তি পুরস্কার ২০১৩ পান কে?
উত্তর: জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল।

Idioms & Phrases



# Out and Out: পুরোপুরি

# Rainy Day: দুর্দিন

# Red Handed: হাতে নাতে ধরা

# Rank and file: সাধারণ স্তরের জনগণ

# Put up with: সহ্য করা

# Smell a rat: সন্দেহ করা

# Point Blank: সরাসরি

# Throw cold water: নিরুৎসাহিত করা।

# up and donig: তৎপর হওয়া

# Word for Word: হুবুহু।

# Through thick and thin: সুখে দুঃখে একসাথে থাকা

কিছু ভৌগলিক উপনামঃ



# সূর্য উদয়ের দেশঃ জাপান

# প্রাচ্যের গ্রেট ব্রিটেনঃ জাপান

# ভূমিকম্পের দেশঃ জাপান

# নিশিত সূর্যের দেশঃ নরওয়ে

# প্রাচীরের দেশঃ চীন

# মন্দিরের শহরঃ বেনারস

# মরুভূমির দেশঃ আফ্রিকা

# মার্বেলের দীপঃ ইতালি

# মুক্তার দ্বীপঃ বাহরাইন

# মুক্তার দেশঃ কিউবা

# ম্যাপল পাতার দেশঃ কানাডা

# লিলি ফুলের দেশঃ কানাডা

# সম্মেলনের শহরঃ জেনেভা

# স্বর্ণ নাগরীঃ জোহান্সবার্গ।

# পৃথিবীর ছাদঃ পামির মালভূমি

যা কিছু না জানলেই নয়



প্রশ্ন : বাংলাদেশের পাঁচ তারকা হোটেল ঢাকা শেরাটন-এর বর্তমান নাম কী?
উত্তর : রূপসী বাংলা হোটেল।

প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজ চালু ছিল_
উত্তর : ১৮৫৪ সাল পর্যন্ত।

প্রশ্ন : বিহারীলালকে রবীন্দ্রনাথ বলেছেন বাংলা কাব্যের_
উত্তর : ভোরের পাখি।

প্রশ্ন : 'বাংলা ছাড়ো' কাব্যগ্রন্থটি কার লেখা_
উত্তর : সিকান্দার আবু জাফর।

প্রশ্ন : নয়ন-এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
উত্তর : নে + অন।

প্রশ্ন : সাধু ও চলিত ভাষার মিশ্রণকে বলে_
উত্তর : গুরুচ-ালী দোষ।

প্রশ্ন : উৎপত্তিগতভাবে 'অঞ্চল' কোন ধরনের শব্দ?
উত্তর : তৎসম শব্দ।

প্রশ্ন : আন্তর্জাতিক একক চালু হয় কত সালে?
উত্তর : ১৯৬০ সালে।

প্রশ্ন : ডিএনএ কোষের কোথায় থাকে?
উত্তর : নিউক্লিয়াসে।

প্রশ্ন : বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কী?
উত্তর : পাল বংশ।

প্রশ্ন : সিলিন্ডারে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত কোন গ্যাস?
উত্তর : বিউটেন।

প্রশ্ন : আধুনিক অলিম্পিক কবে কোথায় শুরু হয়?
উত্তর : গ্রিসের এথেন্সে, ১৮৯৬ সালে।

প্রশ্ন : হিলাল-ই-ইমতিয়াজ কী?
উত্তর : পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক।

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত তাৎপর্য পরিসংখ্যানঃ



# মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধা ৬৭৬জন।

# বীরশ্রেষ্ঠ ৭জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতিক ৪২৬ জন।

# একমাত্র বিদেশী বীরপ্রতিক হলেন "ডাব্লিউ এস ওভারল্যান্ড"।

# মুক্তিবাহিনির প্রধান সেনাপতি ছিলেন "এম.এ.জি ওসমানী" ।

# অস্থায়ী সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭২।

# অস্থায়ী সরকার শপথ গ্রহন করেন ১৭ এপ্রিল ১৯৭১।

# বাংলাদেশ মুক্তি যুদ্ধের সময় ১১টি সেক্টরে বিভক্ত ছিল।

# মহিলা বীর প্রতিক ২ জন, "তারামন বিবি" ও "ডা.সেতারা বেগম"।

# বাংলাদেশ ও ভারতের যৌথবাহিনির সেনাপতি ছিলেন "জগজিৎ সিং আরোরা"।

# তৎকালিন পাকিস্তানের সেনাপতি ছিলেন "এ কে খান নিয়াজি"।

# পাকিস্তান সেনাদের আত্মসমর্পন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এয়ার কমান্ডার "এ কে খন্দকার"।

# বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ।

# বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর।

সাম্প্রতিক বাংলাদেশ

সাম্প্রতিক বাংলাদেশ

প্রশ্ন: কেন্দ্রীয় ব্যাংকের কাছে আর্থিক হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রেখে গ্রামীণ ব্যাংক বিল, ২০১৩ পাস হয় কবে?
উত্তর: ৫নভেম্বর ২০১৩
প্রশ্ন: কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির পরিবর্তীত নাম কি?
উত্তর: কাবিটা
প্রশ্ন: ১৯তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার পায় কোন ছবি?
উত্তর: বাংলাদেশের ‘টেলিভিশন’
প্রশ্ন: দেশের তৃতীয় সমুদ্র বন্দরের নাম কি?
উত্তর: পায়রা বন্দর
প্রশ্ন: পায়রা বন্দর কোন জেলায় অবস্থিত?
উত্তর: পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে আন্দারমানিক নদীর তীরে।
প্রশ্ন: ‘মাইকেল মধুসূদন পুরষ্কার-২০১৩’পান কে?
উত্তর: চিত্রনায়িকা ববিতা
প্রশ্ন: দিল্লিতে হিরো ইন্ডিয়া ওপেন গলফে চ্যাম্পিয়ন কে?
উত্তর: সিদ্দিকুর রহমান
প্রশ্ন: সম্প্রতি মজুরি বোর্ডপোশাকশ্রমিকদের ন্যূনতম টাকা মজুরি প্রস্তাব চূড়ান্ত ঘোষণা করে ?
উত্তর: পাঁচ হাজার ৩০০ টাকার ।
প্রশ্ন: ২০১২ সালের লোক সাহিত্য পুরস্কার পেয়েছেন কে?
উত্তর: কবি মাহবুব কবির
প্রশ্ন: উন্নয়ন ও মানবাধিকারে ইন্টারনেটের ব্যবহারভিত্তিক ওয়েব ইনডেক্সে বাংলাদেশ অবস্থান কত?
উত্তর: ৬৪তম
প্রশ্ন: ২০১৩ সালে ‘গ্লোবাল ভিশনারি অ্যাওয়ার্ড’ পান কে?
উত্তর: ড. মুহাম্মদ ইউনূস
প্রশ্ন: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নতুন মহাপরিচালকের (ডিজি) নাম কি?
উত্তর: মোহাম্মদ আতোয়ার রহমান
প্রশ্ন: এশিয়া-প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন-এ বি ইউ পুরস্কার-২০১৩ জিতে নিয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর: বাংলাদেশের প্রথম বেসরকারী রেডিও স্টেশন, রেডিও টুডে।

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩

সাধারণ জ্ঞান

প্রশ্ন : স্থায়ী ঠিকানা নেই যার_ এক কথায় কী বলা হয়?
উত্তর : উদ্বাস্তু।

প্রশ্ন : চিরসুখী শব্দটির ব্যাসবাক্য কী?
উত্তর : চিরকাল ব্যাপিয়া সুখী।

প্রশ্ন : 'অটবী'-এর প্রতিশব্দ কী?
উত্তর : বন।

প্রশ্ন : কোথায় দিনরাত্রি সর্বত্র সমান?
উত্তর : নিরক্ষরেখায়।

প্রশ্ন : বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?
উত্তর : ০.০৩%

প্রশ্ন : 'জঙ্গল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : হিন্দি।

প্রশ্ন : বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর : সমাচার দর্পণ।

প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়_
উত্তর : ১৯১৮ সালে।

প্রশ্ন : ব্যবসায়ে কোন সম্পত্তি দেখা যায় না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ?
উত্তর : সুনাম।

প্রশ্ন : পৃথিবীর অর্ধেক পাট উৎপাদন হয়_
উত্তর : ভারতে।

প্রশ্ন : মরীচিকায় কোন ঘটনা ঘটে_
উত্তর : আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।

প্রশ্ন : পানি বরফে পরিণত হলে কী ঘটবে?
উত্তর : ঘনত্ব বেড়ে যাবে।

প্রশ্ন :কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
উত্তর :১৯৯২ সালে।

প্রশ্ন :'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা_
উত্তর :মুহম্মদ শহীদুল্লাহ।

প্রশ্ন : সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন_
উত্তর :ভাই গিরীশচন্দ্র সেন।

প্রশ্ন :'বিষাদ-সিন্ধু' কার রচনা?
উত্তর :মীর মশাররফ হোসেন।

প্রশ্ন :শাহ মুহম্মদ গরীবুল্লাহ একজন নামকরা_
উত্তর :পুঁথি রচয়িতা।

প্রশ্ন : তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : তিস্তা নদী।

প্রশ্ন : বাংলাদেশের উষ্ণতম মাস।
উত্তর : এপ্রিল।

প্রশ্ন : বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত?
উত্তর : ২০.১০ সেলসিয়াস।

প্রশ্ন : ২০১২ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার কে?
উত্তর : কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), বিরাট কোহলি (ভারত)।

প্রশ্ন : ২০১২ সালের লন্ডন অলিম্পিকে দ্রুততম মানবী কে?
উত্তর : ফ্রেলার গ্রাইস (জ্যামাইকা)।

প্রশ্ন : ২০১২ সালের অলিম্পিকে প্রথম স্বর্ণপদক লাভ করেন কে?
উত্তর : ই সিলিং (চীন)।

প্রশ্ন : ২০১২ সালের অলিম্পিকে বিশ্বের দ্রুততম মানব কে?
উত্তর : উসাইন বোল্ট।

প্রশ্ন : অলিম্পিকের ইতিহাসে সর্বাধিক পদক বিজয়ী কে?
উত্তর : মাইকেল ফেলপস (যুক্তরাষ্ট্র)।

প্রশ্ন : ২০১৬ সালের ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর : ভারত।
সাধারণ জ্ঞান

* কলকাতা হাইকোর্টের প্রথম মুসলিম বিচারপতি কে ছিলেন?
-সৈয়দ মাহমুদ।

* ভারত উপমহাদেশের কোন মনীষী প্রথম প্রিভিকাউন্সিলের সদস্য হন?
-সৈয়দ আমীর আলী।

* বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা করেন কে?
-লর্ড কর্নওয়ালিস।

* বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তন করা হয় কত সালে?
-১৭৯৩ সালে (২৩ মার্চ)।

* পাঁচশালা বন্দোবস্তের প্রবর্তক কে?
-ওয়ারেন হেস্টিংস।

* আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন শুরু হয় কত সালে? -১৮৩৫ সালে।

* আদালতে ফার্সি ভাষার পরিবর্তে ইংরেজি ভাষার প্রচলন করেন কে?
-লর্ড বেন্টিঙ্ক।

* সতীদাহ প্রথা বিলোপ সাধন করা হয় কত সালে?
-১৮২৯।

*কে সতীদাহ প্রধা বিলোপ সাধন করেন?
-লর্ড বেন্টিঙ্ক।

* দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কত সালে?
-১৬৬৫ সালে

* দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন?
-ওয়ারেন হেস্টিংস (১৭৭২ সালে)।

* উপমহাদেশে কে প্রথম কাগজের মুদ্রা চালু করেন?
-লর্ড ক্যানিং।

* ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কবে?
-১৮৫৮ সালে।