গুরুত্বপূর্ণ সব সাম্প্রতিক প্রশ্নোত্তর ...
১. সম্প্রতি দেশের ৬২৯তম থানা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কোন থানা?
ক. পাবনার আমিনপুর থানা
খ. বরিশালের কাজীরহাট থানা
গ. খুলনার আড়ংঘাটা থানা
ঘ. খুলনার হরিনহাট থানা
২. দেশের সবচেয়ে বড় উড়ালসড়ক ‘মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার’ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় কত তারিখে?
ক. ৮ অক্টোবর২০১৩ খ. ৯অক্টোবর২০১৩
গ. ১০ অক্টোবর২০১৩ ঘ. ১১অক্টোবর২০১৩
৩. বিসিবির প্রথম নির্বাচিত সভাপতির নাম কী?
ক. সাবের হোসেন চৌধুরী খ. এ কে আজাদ
গ. নাজমুল হাসান পাপন ঘ. মনজুরুল হক
৪. বরগুনা-২ আসনের উপনির্বাচনে বিজয়ী হন কে?
ক.মনিরুল ইসলাম
খ. শওকত হাসানুর রহমান রিমন
গ. সরোয়ার খান দিপু
ঘ. আবুল হাসনাত
৫. বাংলাদেশে বিশ্বখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান মজিলার প্রথম নারী প্রতিনিধি (মজিলা রেপস) নির্বাচিত হয়েছেন কে?
ক. তানহা ইসলাম খ. তানজিলা ইসলাম
গ. সুবা ইসলাম ঘ. মারিয়া হক
৬. পর্তুগালের রাজধানী শহর লিসবেনের সিটি কর্পোরেশন নির্বাচনে কমিশনার পদে নির্বাচিত হন কোন বাংলাদেশেী?
ক. আকমল হোসেন খ. রানা তাসলিম
গ.দিদারুল আলম ঘ. বদরুল আলম
৭. মেরিডিয়ান চ্যানেল আই ক্ষুদে গানরাজ ২০১৩ এর সেরা হয়েছে কে?
ক.সজিব খ.রাতুল
গ. মালিহা ঘ. টুটুল
৮. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ‘প্রেরণা ৭১’ কেথায় অবস্থিত?
ক. চুয়াডাঙ্গায় খ. খুলনায়
গ. যশোর ঘ. মেহেরপুর
৯. সম্প্রতি‘গণমানুষের কবি’ হিসাবে পরিচিত কবি দিলওয়ার খান কত তারিখে মারা যান?
ক. ৬ অক্টোবর২০১৩ খ. ৮ অক্টোবর২০১৩
গ. ১০ অক্টোবর২০১৩ ঘ. ১৬ অক্টোবর২০১৩
১০. দেশের ১০টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডে ই-সেবা কার্যক্রম শুরু হয়।
ক. ১০ অক্টোবর২০১৩ খ. ৬ অক্টোবর২০১৩
গ. ৭ অক্টোবর২০১৩ ঘ. ৮ অক্টোবর২০১৩
১১. বৈশ্বিক ক্ষুধা সূচকে (জিএইচআই) বাংলাদেশর অবস্থান কত?
ক. ৫৫ তম খ. ৫৬তম
গ. ৫৭ তম ঘ. ৫৮তম
১২. সিঙ্গাপুরের ইনিস্টিটিউট অব সাউথ এশিয়ান স্টাডিজ (আএসএএস) এর প্রিন্সিপাল রিসার্চ ফেলো পদে নিযুক্ত হন কে?
ক. এ জেড এ নাসিরউদ্দিন খ. এম হাফিজউদ্দিন খান
গ. ড. ইফতেখার চৌধুরী ঘ.ড. আমিন উদ্দীন চৌধুরী
১৩. বর্তমানে দাসত্বের সূচকে বাংলাদেশর অবস্থান কত?
ক. ১০ম খ.১১তম
গ. ২০তম ঘ.২২তম
১৪. মিস ওয়ার্ল্ড ২০১৩ শিরোপা জিতে নিয়েছেন কে?
ক.অলিভিয়া কালপো
খ. মেগান ইয়ং
গ. তেরেসা ফাজকসোভা ঘ.ক্যারোলিনা অগরি
১৫. ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবি আই) ইতিহাসে প্রথম-বারের মতো নারী চেয়ারপারসন হন কে?
ক.ড. সুনিতা ভট্টাচার্য খ.ড. ইলা মিত্র
গ. অরুন্ধতী ভট্টাচার্য ঘ.
১৬. কমনওয়েলথে যোগদানের ৪৮ বছর পর সংগঠনটি ছেড়ে দিল কোন দেশ?
ক. গাম্বিয়া খ.নাউরু
গ. মালাবি ঘ.মাল্টা
১৭. ২০১৩ সালের ম্যানবুকার পুরস্কার পান কে?
ক.জুলিয়ান বাননেস, ব্রিটেন
খ.এলিস মুনরো, কানাডা
গ. ইলিনর ক্যাট্টন, নিউজিল্যান্ড
ঘ.পিটার হিগস, যুক্তরাষ্ট্র
১৮. ২০১৩ সালে ইউরোপীয় পার্লামেন্টের মর্যাদাসম্পন্ন শাখারভ মানবাধিকার পুরস্কার পান কে?
ক.অংসান সূচী খ. ফজলে হাসান আবেদ
গ. রায়ন রালিস ঘ. মালালা ইউসুফজাই
১৯. ২০১৩ সালে শান্তিতে নোবেল পুরস্কার জিতেছে কে?
ক.CIRDAP খ.CHOGM
গ. OPCW ঘ.UNFCCC
২০. সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন কে?
ক. এলিস মুনরো
খ. জুলিয়ান বাননেস
গ. তাওয়াক্কুল কারমান
ঘ. ডেরেক ওয়ালকট
২১. ২০১৩ সালে পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার পান কে কে?
ক. রায়ান রেনল্ডস খ.স্কারলেট জোহানসন
গ. ব্রিটিশ বিজ্ঞানী পিটার হিগস ও বেলজিয়ামের ফ্রাঁসোয়া ইংলার্ট ঘ. ক ও খ
২২. নারী-পুরুষ সমতার তালিকায় শীর্ষে আছে কোন দেশ?
ক. আইসল্যান্ড খ.ফিনল্যান্ড
গ. স্ক্যানডেনাভিয়া ঘ.নরওয়ে
২৩. নারী-পুরুষ সমতার তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
ক.৬৫তম খ.৭৫ তম
গ.৮০তম ঘ. ৮৫তম
২৪. সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টের ‘হাউস অব কমন্স’-এ সম্মাননা পান কে?
ক.কারিনা কাপুর খ. বিদ্যাবালান
গ.ক্যাটরিনা কাইফ ঘ.শ্রীদেবী
২৫. প্রখ্যাত সাংবাদিক, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজে সাবেক সভাপতি গিয়াস কামাল চৌধুরী কত তারিখে মারা যান
ক.২১অক্টোবর ২০১৩ খ.২২অক্টোবর ২০১৩
গ.২৬অক্টোবর ২০১৩ ঘ.২৮অক্টোবর ২০১৩
২৬. ফজলুল হক স্মৃতি পুরস্কার ২০১৩ পান কে কে?
ক.নায়ক রাজ্জাক এবং রেজানুর রহমান খ.কাজী হয়াত এবং মাফুজ আনম
গ. চাষী নজরুল এবং মুন্নী সাহা
ঘ.শাবানা এবং জয়ই মামুন
২৭. সম্প্রতি দেশের প্রথম মুদ্রা জাদুঘর কোথায় চালু হয়?
ক.সিলেট খ. রাজশাহী
গ.কুমিল্লা ঘ. ঢাকা
২৮. সম্প্রতি কোথায় দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয়?
ক. পাবনা খ. গাজীপুর
গ. খুলনা ঘ. মুন্সীগঞ্জ
২৯. সম্প্রতি ভূমিকম্পে পাকিস্তানে জেগে উঠা নতুন দ্বীপের নাম কি?
ক.জিহুরা খ. জালজালা কোহ
গ. মারহাযা ঘ. জিলানি শাহ
৩০. ১৮ অক্টোবর ২০১৩ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ থেকে নাম প্রত্যাহার করে কোন দেশ?
ক. কাজাখস্তান খ. সিরিয়া
গ. লেবানন ঘ. সৌদি অরব
৩১. ১০ অক্টোবর ২০১৩ আসিয়ানের (অঝঊঅঘ) সভাপতির দায়িত্ব পায় কোন দেশ?
ক. মায়ানমার খ. মালয়েশিয়া
গ. ভিয়েতনাম ঘ. পাকিস্তান
৩২. সম্প্রতি ’ফিল্ম সাউথ এশিয়া ২০১৩’ জুরি পুরস্কার পায় কোন চলচ্চিত্র?
ক. মাটির ময়না খ. চোরাবালি
গ. টেলিভিশন ঘ. শুনতে কি পাও
৩৩. ১৩ অক্টোবর ২০১৩ বাংলাদেশের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন কে?
ক. রুবেল হোসেন
খ. সাকিব আল হাসান
গ. সোহাগ গাজী
ঘ. নাজমুল হোসেন
৩৪. ২০১৩ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান কে?
ক. ইগুইন এফ ফেমা খ.রবার্ট জে শিলার
গ. লার্স পিটার হ্যানসেন ঘ.সবাই
৩৫. ২৩তম আসিয়ানের সভাপতির সম্মলেন কোথায় অনুষ্ঠিত হয়?
ক. মায়ানমার খ. ব্রুনাই
গ. ভিয়েতনাম ঘ. পাকিস্তান
▬▬▬▬۩۞۩▬▬▬▬
উত্তর : ১.ক ২.ঘ ৩.গ ৪.খ ৫.ক ৬.খ ৭.গ ৮.ক ৯.গ ১০.খ ১১.ঘ ১২.গ ১৩.ক ১৪.গ ১৫.গ ১৬.ক ১৭.গ ১৮.ঘ ১৯.গ ২০.ক ২১.গ ২২.গ ২৩.খ ২৪.ক ২৫.গ ২৬.ক ২৭.ঘ ২৮.ক ২৯.খ ৩০.ঘ ৩১.ক ৩২.খ ৩৩.গ ৩৪.ঘ ৩৫.খ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন