সাধারণ জ্ঞান
প্রশ্ন : স্থায়ী ঠিকানা নেই যার_ এক কথায় কী বলা হয়?
উত্তর : উদ্বাস্তু।
প্রশ্ন : চিরসুখী শব্দটির ব্যাসবাক্য কী?
উত্তর : চিরকাল ব্যাপিয়া সুখী।
প্রশ্ন : 'অটবী'-এর প্রতিশব্দ কী?
উত্তর : বন।
প্রশ্ন : কোথায় দিনরাত্রি সর্বত্র সমান?
উত্তর : নিরক্ষরেখায়।
প্রশ্ন : বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?
উত্তর : ০.০৩%
প্রশ্ন : 'জঙ্গল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : হিন্দি।
প্রশ্ন : বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর : সমাচার দর্পণ।
প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়_
উত্তর : ১৯১৮ সালে।
প্রশ্ন : ব্যবসায়ে কোন সম্পত্তি দেখা যায় না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ?
উত্তর : সুনাম।
প্রশ্ন : পৃথিবীর অর্ধেক পাট উৎপাদন হয়_
উত্তর : ভারতে।
প্রশ্ন : মরীচিকায় কোন ঘটনা ঘটে_
উত্তর : আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
প্রশ্ন : পানি বরফে পরিণত হলে কী ঘটবে?
উত্তর : ঘনত্ব বেড়ে যাবে।
প্রশ্ন :কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
উত্তর :১৯৯২ সালে।
প্রশ্ন :'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা_
উত্তর :মুহম্মদ শহীদুল্লাহ।
প্রশ্ন : সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন_
উত্তর :ভাই গিরীশচন্দ্র সেন।
প্রশ্ন :'বিষাদ-সিন্ধু' কার রচনা?
উত্তর :মীর মশাররফ হোসেন।
প্রশ্ন :শাহ মুহম্মদ গরীবুল্লাহ একজন নামকরা_
উত্তর :পুঁথি রচয়িতা।
প্রশ্ন : তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : তিস্তা নদী।
প্রশ্ন : বাংলাদেশের উষ্ণতম মাস।
উত্তর : এপ্রিল।
প্রশ্ন : বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত?
উত্তর : ২০.১০ সেলসিয়াস।
প্রশ্ন : ২০১২ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার কে?
উত্তর : কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), বিরাট কোহলি (ভারত)।
প্রশ্ন : ২০১২ সালের লন্ডন অলিম্পিকে দ্রুততম মানবী কে?
উত্তর : ফ্রেলার গ্রাইস (জ্যামাইকা)।
প্রশ্ন : ২০১২ সালের অলিম্পিকে প্রথম স্বর্ণপদক লাভ করেন কে?
উত্তর : ই সিলিং (চীন)।
প্রশ্ন : ২০১২ সালের অলিম্পিকে বিশ্বের দ্রুততম মানব কে?
উত্তর : উসাইন বোল্ট।
প্রশ্ন : অলিম্পিকের ইতিহাসে সর্বাধিক পদক বিজয়ী কে?
উত্তর : মাইকেল ফেলপস (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : ২০১৬ সালের ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর : ভারত।
প্রশ্ন : স্থায়ী ঠিকানা নেই যার_ এক কথায় কী বলা হয়?
উত্তর : উদ্বাস্তু।
প্রশ্ন : চিরসুখী শব্দটির ব্যাসবাক্য কী?
উত্তর : চিরকাল ব্যাপিয়া সুখী।
প্রশ্ন : 'অটবী'-এর প্রতিশব্দ কী?
উত্তর : বন।
প্রশ্ন : কোথায় দিনরাত্রি সর্বত্র সমান?
উত্তর : নিরক্ষরেখায়।
প্রশ্ন : বায়ুতে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ কত?
উত্তর : ০.০৩%
প্রশ্ন : 'জঙ্গল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর : হিন্দি।
প্রশ্ন : বাংলা ভাষার প্রথম সংবাদপত্রের নাম কী?
উত্তর : সমাচার দর্পণ।
প্রশ্ন : প্রথম বিশ্বযুদ্ধের অবসান হয়_
উত্তর : ১৯১৮ সালে।
প্রশ্ন : ব্যবসায়ে কোন সম্পত্তি দেখা যায় না, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ?
উত্তর : সুনাম।
প্রশ্ন : পৃথিবীর অর্ধেক পাট উৎপাদন হয়_
উত্তর : ভারতে।
প্রশ্ন : মরীচিকায় কোন ঘটনা ঘটে_
উত্তর : আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন।
প্রশ্ন : পানি বরফে পরিণত হলে কী ঘটবে?
উত্তর : ঘনত্ব বেড়ে যাবে।
প্রশ্ন :কবে থেকে দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয়েছে?
উত্তর :১৯৯২ সালে।
প্রশ্ন :'বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত' কার রচনা_
উত্তর :মুহম্মদ শহীদুল্লাহ।
প্রশ্ন : সমগ্র পবিত্র কোরআনের প্রথম বাংলা অনুবাদ কে করেন_
উত্তর :ভাই গিরীশচন্দ্র সেন।
প্রশ্ন :'বিষাদ-সিন্ধু' কার রচনা?
উত্তর :মীর মশাররফ হোসেন।
প্রশ্ন :শাহ মুহম্মদ গরীবুল্লাহ একজন নামকরা_
উত্তর :পুঁথি রচয়িতা।
প্রশ্ন : তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : তিস্তা নদী।
প্রশ্ন : বাংলাদেশের উষ্ণতম মাস।
উত্তর : এপ্রিল।
প্রশ্ন : বাংলাদেশের শীতকালের গড় তাপমাত্রা কত?
উত্তর : ২০.১০ সেলসিয়াস।
প্রশ্ন : ২০১২ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে ক্রিকেটার কে?
উত্তর : কুমার সাঙ্গাকারা (শ্রীলংকা), বিরাট কোহলি (ভারত)।
প্রশ্ন : ২০১২ সালের লন্ডন অলিম্পিকে দ্রুততম মানবী কে?
উত্তর : ফ্রেলার গ্রাইস (জ্যামাইকা)।
প্রশ্ন : ২০১২ সালের অলিম্পিকে প্রথম স্বর্ণপদক লাভ করেন কে?
উত্তর : ই সিলিং (চীন)।
প্রশ্ন : ২০১২ সালের অলিম্পিকে বিশ্বের দ্রুততম মানব কে?
উত্তর : উসাইন বোল্ট।
প্রশ্ন : অলিম্পিকের ইতিহাসে সর্বাধিক পদক বিজয়ী কে?
উত্তর : মাইকেল ফেলপস (যুক্তরাষ্ট্র)।
প্রশ্ন : ২০১৬ সালের ষষ্ঠ টি-২০ বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর : ভারত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন