বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৩

# "আলোকিত মানুষ" তৈরির কর্মসূচী- বিশ্ব সাহিত্য কেন্দ্রের।

# 'ডেমোক্রেসি ওয়াচ'- বাংলাদেশ ভিত্তিক বেসরকারি জরিপ পরিচালনাকারী সংস্থা।

# বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (BPATC)- সাভার, ঢাকা।

# পোর্ট সৈয়দ, সুয়েজ, আলেকজান্দ্রিয়া বন্দরসমূহের অবস্থান- মিশর।

# ভার্সাই (Versailles)- উত্তর ফ্রান্সের একটি শহর । ১৯১৯ সালে প্রথম বিশ্বযুদ্ধের সমাপ্তির পর এ স্থানেই জার্মানি ও মিত্র বাহিনীর মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয় যা ভার্সাই চুক্তি নামে পরিচিত।

# দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে- যশোর।

# বাংলার প্রথম স্বাধীন সুলতান- ফখরুদ্দিন মোবারক শাহ ।

# অষ্কার পুরষ্কার মোট যতগুলো ক্যাটাগরীতে- ২৪টি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন