* রিখটার স্কেল এর প্রবর্তকঃ চার্লস ফ্রান্সিস রিখটার
* সড়ক দূর্ঘটনায় বিশ্বে শীর্ষ দেশঃ নেপাল (বাংলাদেশ দ্বিতীয়)
* 2011 সালে শুক্র গ্রহে ওজোন স্তরের সন্ধান পায়ঃ ভেনাস এক্সপ্রেস ক্রাফট
* মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মূল লেখকঃ টমাস জেফারসন।
* চীনের প্রথম মহাশূন্য ল্যাব মডিউল এর নামঃ তিয়ান জং-১
* ইয়েমেনের সরকার বিরোধী আন্দোলনের কেন্দ্র ছিলঃ চেঞ্জ স্কয়ার।
* আইসল্যান্ড এর জাতীয় কবির নামঃ হ্যালডর লাক্সনেস।
* মুসলিম বিশ্বে দ্বিতীয় নারী হিসাবে নোবেল পানঃ তাওয়াক্কুল কারমান
* বাংলাদেশের যে জেলায় পাট বেশি উৎপন্ন হয় : রংপুর।
* বাংলাদেশের প্রথম নৌবাহিনীর রণতরী : বিএনএস পদ্মা।
* বাংলাদেশের একমাত্র মুসলমান উপজাতি : পাঙন।
* বাংলাদেশের মানচিত্র প্রথম আঁকেন : মেজর জেমস রেনেল।
* ঢাকায় গ্যাস সরবরাহ করা হয় কোন গ্যাস ক্ষেত্র থেকে? উঃ তিতাস
* মাস্টার্ড গ্যাস নামক বিষাক্ত গ্যাসটি ব্যবহৃত হয়েছিলঃ প্রথম বিশ্বযুদ্ধে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন