মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৩

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত তাৎপর্য পরিসংখ্যানঃ



# মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য খেতাবপ্রাপ্ত মোট মুক্তিযোদ্ধা ৬৭৬জন।

# বীরশ্রেষ্ঠ ৭জন, বীর উত্তম ৬৮ জন, বীর বিক্রম ১৭৫ জন, বীর প্রতিক ৪২৬ জন।

# একমাত্র বিদেশী বীরপ্রতিক হলেন "ডাব্লিউ এস ওভারল্যান্ড"।

# মুক্তিবাহিনির প্রধান সেনাপতি ছিলেন "এম.এ.জি ওসমানী" ।

# অস্থায়ী সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭২।

# অস্থায়ী সরকার শপথ গ্রহন করেন ১৭ এপ্রিল ১৯৭১।

# বাংলাদেশ মুক্তি যুদ্ধের সময় ১১টি সেক্টরে বিভক্ত ছিল।

# মহিলা বীর প্রতিক ২ জন, "তারামন বিবি" ও "ডা.সেতারা বেগম"।

# বাংলাদেশ ও ভারতের যৌথবাহিনির সেনাপতি ছিলেন "জগজিৎ সিং আরোরা"।

# তৎকালিন পাকিস্তানের সেনাপতি ছিলেন "এ কে খান নিয়াজি"।

# পাকিস্তান সেনাদের আত্মসমর্পন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এয়ার কমান্ডার "এ কে খন্দকার"।

# বাংলাদেশের স্বাধীনতা দিবস ২৬ মার্চ।

# বাংলাদেশের বিজয় দিবস ১৬ ডিসেম্বর।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন