প্রশ্ন : বাংলাদেশের পাঁচ তারকা হোটেল ঢাকা শেরাটন-এর বর্তমান নাম কী?
উত্তর : রূপসী বাংলা হোটেল।
প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজ চালু ছিল_
উত্তর : ১৮৫৪ সাল পর্যন্ত।
প্রশ্ন : বিহারীলালকে রবীন্দ্রনাথ বলেছেন বাংলা কাব্যের_
উত্তর : ভোরের পাখি।
প্রশ্ন : 'বাংলা ছাড়ো' কাব্যগ্রন্থটি কার লেখা_
উত্তর : সিকান্দার আবু জাফর।
প্রশ্ন : নয়ন-এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
উত্তর : নে + অন।
প্রশ্ন : সাধু ও চলিত ভাষার মিশ্রণকে বলে_
উত্তর : গুরুচ-ালী দোষ।
প্রশ্ন : উৎপত্তিগতভাবে 'অঞ্চল' কোন ধরনের শব্দ?
উত্তর : তৎসম শব্দ।
প্রশ্ন : আন্তর্জাতিক একক চালু হয় কত সালে?
উত্তর : ১৯৬০ সালে।
প্রশ্ন : ডিএনএ কোষের কোথায় থাকে?
উত্তর : নিউক্লিয়াসে।
প্রশ্ন : বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কী?
উত্তর : পাল বংশ।
প্রশ্ন : সিলিন্ডারে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত কোন গ্যাস?
উত্তর : বিউটেন।
প্রশ্ন : আধুনিক অলিম্পিক কবে কোথায় শুরু হয়?
উত্তর : গ্রিসের এথেন্সে, ১৮৯৬ সালে।
প্রশ্ন : হিলাল-ই-ইমতিয়াজ কী?
উত্তর : পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন